রহস্যেঘেরা জীবনটা
কখন নিবে প্রাণটা
এই আছে এই নাই
কেমন কথা জীবনটায়।
চলছে জীবন গাড়ির চাকা
ছুটছে জীবন কত দিকে
করছে জড়ো তিলে তিলে
কখন হবে হাতছাড়া।
নিয়ে যাবে তড়িৎ গতি
কোন অজানা পথে
পথটা খুঁজে কোথায় পাবে
থাকতে হবে ঘুমের ঘোরে।
কেন হলো এমন দশা
আসার কোন উপায় নাই
কথা বলার কেউ নাই
কেমন ছিলো কেমন হলো।
জীবন্ত এই জীবনটায়
এতো রহস্য লুকিয়ে আছে।।
তারিখ:২২-০৩-২০২২
সময়: রাত্রি ৮:০০ টায়
দিনাজপুর।