রেখে যাও স্মৃতি
নিয়ে যাও খ্যাতি
জীবিত থাকতে মহৎ কাজ
করে যেও এই ধরাতে
মৃত্যুর পর খ্যাতি তোমার
ছড়িয়ে থাকবে এ ভুবনে।।

তারিখ:০৪-০৩-২০২৩
সময়: বিকাল ০৫:০০ টায়
দিনাজপুর