রাত পোহালে ভোর হয়
কত ভোরের খবর নাই
ভোরটা অনেক খুশির জিনিস
ভোর গুনে না কোন কালে।

অর্থ দিয়ে ভোর কিনলে
ভোরের অনেক হিসাব হইতো
ভোর করে দেয় ভোরের পাখি
পাখির গলায় ভোরের ডাক।

টের পেয়ে যায় পাখিরা
ডাকে তাঁরা কিচিরমিচির
তাঁরা থাকে খোলা ঘরে
তাই জেনে যায় ভোর হয়েছে।।

তারিখ:০৬-০৩-২০২২
সময়: দুপুর ১২:৩০ টায়
দিনাজপুর