পুঁথি দিও সাথে
হে দয়াময় জগৎবন্ধু
মৃত্যুর পর পরপারে পুঁথি দিও
অনন্তকাল কাটবে কেমনে..!!
পুঁথি পড়ে দিন ফুরাবে,
রাত কাটবে।

কি নিয়ে বাঁচবে..?
অসীম ক্ষমতার অধিকারী
চাইলে দিতে পারো গাদাগাদা
তোমার দান তোমার ভালোবাসা।

কোনো শেষ নাই
দিও বান্দার হাতে পুঁথি তুলে
সময় কাটবে আর ও বুঝবে
জগৎ কিভাবে হারিয়েছি।

কেন বুঝিনি..?
কেন ভাবি নি..?
কি হবে জীবনের...!
পড়তে পড়তে।।

তারিখ:০৫-০৮-২০২২
সময়: রাত্রি ০৪:০০ টায়
লিখেছেন: কবি কনক প্রভা বকসী
দিনাজপুর।