পুরনো সমাজ আগের দিনের
নিয়ম নীতি অনেক ভুলে ভরা
এখন সমাজ অনেক উন্নত হয়েছে
অনেক ভুল ফেলে দিয়ে,
নতুন নিয়ম কানুন তৈরি করে।
সবাই একটু হলেও
আগের তুলনায়
অনেক শান্তি পেয়েছে
আগের দিন একটু কাহারো
ভুলত্রুটি হলে তাকে ধরে এনে,
শালিশ বৈঠকের মাধ্যমে;
প্রকৃত দোষী কিনা।
না জেনে বুঝে তাকে
অনেক শাস্তি পেতে হতো
শালিশ থেকে উঠে
দোষী ব্যক্তিকে শারীরিক নির্যাতন
চালানো হতো।
জীবনে বেঁচে থাকা কঠিন হতো
ভুলে ভরা পুরনো সবকিছু ছেড়ে
নতুন আসা জাতির জন্য
মঙ্গল বয়ে আনবে;
আর তা থেকে সব মুক্তি পাবে।।
তারিখ:১৬-১২-২০২১
সময়: রাত্রি ০৩-৪৫ টায়
দিনাজপুর