যে রাতে আলোর অভাব নাই
আলোতে পৃথিবীকে..!!
ঝকঝকে করে তোলে
থাকে না কোন ভয়ের হাতছানি।

আসতে পারে না কোন অপশক্তি
দিনের মতো হয়ে যায়
সবাই ভাবে প্রতিদিন..!!
পূর্ণিমা থাকাই ভালো।

প্রতি মাসের পনেরো দিন
পূর্ণিমা হয়ে থাকে..!!
আর অমাবস্যা পনেরো দিন থাকে
আঁধারকে চায় না।

অন্ধকারে জীবন কোথায় হারিয়ে যায়
খুঁজে পাওয়া যাবে না
তাই পূর্ণিমা নিয়ে থাকতে চায়।।

রচনা কাল: ২১-১২-২০২০
সময়: দুপুর ২:০০ টায়
দিনাজপুর।