প্রিয় সাথী কখনো
হারিয়ে যায় না
সাথী চলে গেছে..!!
আর জীবনে দেখা হবে না।
এই ভাবাটা ঠিক না
আবার নিজেই যখন যাবে
সেই প্রিয় সাথীর
সাথে দেখা হবে।
দুজন পাশাপাশি থেকে যাবে
আবার নতুন ঘর..!!
বাঁধতে শুরু করবে
মনের কথা ব্যক্ত করবে।
মর্ত্যে পাতালে দুইখানেই
কেবল যাতায়াত...!!
অহরহ চলতেই থাকে
প্রিয় সাথী কখনো হারায় না।
সাথীকে আবার ফিরে পাওয়া যায়
কেবল সময়ের অপেক্ষা।।
তারিখ:২৯-১২-২০২১
সময়: রাত্রি ০২:৩০ টায়