পৃথিবীর আলো দেখা হলো না
জন্ম নিলাম মাতৃগর্ভে
জন্ম হলো মৃত্যু হলো
ধরার আলো দেখা হলো না।
ভাগ্যে ছিলো এই
আশা ছিলো বড় হয়ে
হবো বড় বিজ্ঞানী
সৃষ্টি থেকে বরাদ্দ পেলাম;
না যে আমি।
যা হবার তা হয়ে গেলো
আমার ভাগ্যেতে..!!
আর আসতে চাই না
মহাকাশে ঘুরে বেড়াবো।
দেখবো কত তারার মেলা
পৃথিবীতে থাকলে
এসব জিনিস জুটতো
না আর ভাগ্যে।
যা করেছে ভালো করেছে
থাকি খুশি নিয়ে..!!
স্বজন আপনজন
জানে যেন আমি আছি;
উচ্চ আকাশেতে।।
তারিখ: ২০-১০-২০১৯
সময়: রাত্রি ১০:০০ টায়