ঈশ্বরের প্রার্থনা চালিয়ে যেতে হবে
কোনো অলসতা করা যাবে না
তিনি বিশ্বব্যাপী আছেন
সব দেখতে পাচ্ছেন।
সবকিছু সৃষ্টিকর্মের উপর নির্ভর
নিজেদের কত ভুল
আমরা তা দেখতে পাচ্ছি না
ভুলে ভরা জীবনটা তাই
আজ ভুলের জন্য,
সবাই স্বীকার হচ্ছে ।
দুঃখ-যাতনা ভোগ করতে হচ্ছে
প্রার্থনা করতেই হবে
মুক্তি মিলবে না
সুপথে চলতে হবে
কুপরিহার করে তাকে,
বিনাশ করতে হবে।।
রচনাকাল: ২৫-০৪-২০২১
সময়: দুপুর ১২:৩০ টায়