প্রাণ দিয়েছে মান দেয়নি
এনেছে ছিনিয়ে বাংলা ভাষা
আছে আজ তারা মাথা উঁচু করে
দর্প সবার আমরা বাঙালি।

আমরা বাংলায় কথা বলি
ভাটিয়ালি সুরের নৌকা বায়
দেশের গান বাংলায় গায়
কত না মধুর এই বাংলা ভাষা‌।

মৌমাছির মধুর চেয়েও মিষ্টি
মুখের পড়তে পড়তে জড়িয়ে আছে
কথা বলতে গেলে,
মিষ্টিতে মুখ ভরে যায়,
এই মিষ্টি কোনদিন ফুরাবেনা;
শেষ হবে না।।

রচনা কাল: ২২-০২-২০২১
সময়: দুপুর ৩:৩৫ টায়
দিনাজপুর।