সতেজ সকালে
তরতাজা আবহাওয়া
প্রকৃতির ঘুম ভেঙ্গে
নতুন আঙ্গিকে সাজে।

যা মানুষের জন্য উপকার
সারারাত বিশ্রাম নিয়ে
প্রকৃতি সকালবেলা বেশ
আমেজ দেয়।

মন ভরে যায়
হৃদয় উৎফুল্ল থাকে
তাই সকালকে একটা ভালো
বেলা বলতে হয়।

সকাল আর কতক্ষণ
ঘন্টা পার হলেই...!
সকাল আবার নিঃশেষ হবে
পরের দিন আবার ফুটবে।

এমনিভাবে যাতায়াত সকালের
সকাল গেলে ব্যস্ত জীবনে
সকাল দেখার সময় নেই..!
কর্মে যোগ দিলে কখন কি হচ্ছে?
ভাবতেই পারে না..!
ব্যস্ত কর্ম সব ভুলিয়ে রাখে।।

তারিখ:২৯-০৭-২০২৩
সময়: সকাল ১১:০০ টায়
দিনাজপুর