সনাতন ধর্মালম্বীরা পৌষ পার্বণ
উৎসবটি ঘটা করে পালন করে থাকে
বাংলার ঘরে ঘরে সবাই
এই উৎসবে মেতে উঠে।

বানায় নানা ধরনের পিঠা
দেবতার মন্দিরে আলপনা ও
ফুল দিয়ে অর্পন করা হয়
বাড়ির আঙ্গিনায় নানা ধরনের
আলপনা‌ অংকন করা হয়।

ঐতিহ্যবাহী এই উৎসব পৌষ
এলে মনে করিয়ে দেয়
কবে হবে মাস শেষ
কবে উৎসবে মেতে উঠবে।

পৌষ মাসের সংক্রান্তির আগের দিন
এই দিবসটি পালন হয়ে থাকে
স্বজনকে জানাবে আসার আমন্ত্রণ
সবাই মিলে অনেক মজা করে খাবে
খেজুর গুড়ের পিঠা।

ইহা অতি প্রাচীন কালের উৎসব
মহাভারতের ভীষ্ম পর্ব থেকে
এই অনুষ্ঠান শুরু হয়েছে।

রচনা কাল:১৩-০১-২০২১
সময়: সন্ধ্যা ৭:২০ টায়
দিনাজপুর।