শেষ হলো হেমন্ত ঋতুর
অগ্রহায়ণ মাসটি
যোগ হলো শীত ঋতুর মাসটি
বাংলা মাসের নবম মাস
শীত ঋতুর প্রথম মাস।
পৌষ আনে কনকনে শীত
পৌষের শীতে জবুথবু
শীতের বুড়াবুড়ী
কনকনে শীতে জ্বালায়
এই পৌষ মাস।
ধান কাটা শেষে অবসর নেই
কৃষান কৃষাণি
খায় নতুন ধানের খেজুর
গুড়ের পিঠা পায়েস।
কাঠ খড়িতে আগুনে ছেঁকে গা।
যে যেমন ভাবে পারে
শীতে জীবন রক্ষা করে
পৌষ মাঘের তীব্র শীতে
কাহিল করে মানবজীবন।
রচনা কাল:২৭-১১-২০২০
সময়: রাত্রি ৯:০০ টায়
দিনাজপুর।