বেলা ডুবে অন্ধকার
পথ খুঁজে পাবে না
পথে কোথায় যে..!!
বাঘের আক্রমণ।

ভয়ে জড়সড়
চলছে পথ;
বাঘের কোন চিহ্ন নাই
একদল কে বা কারা
ধেয়ে আসছে..!!
প্রাণটা বোধহয় যায়।

সঙ্গে অর্থ নাই
কি দিয়ে জীবনটা বাঁচবে?
পরিধান পোশাক হাতে নিয়ে,
পথ চলতে থাকলাম।

যদি হামলা হয়
হাতে পোশাকটা দিয়ে
পায়ে লুটিয়ে পড়বো
অন্ধকারে পথে আসা বোকামি;
জীবনটার যেন আর একবার.!
মৃত্যু হয়ে যায় ভয়ে।।

তারিখ:০২-৭-২০২৩
সময়: রাত্রি ২:০০ টায়
দিনাজপুর