পথের পথিক আমি
পথটি বেয়ে যাই আমি
কোথায় কি বাধা আছে
জানতে পারছিনা।
চলে যাচ্ছি পথটি বেয়ে
ঘনাইয়া আসছে সন্ধ্যাবেলা
কি যে হবে নিজেও জানিনা
স্মরণ করি সৃষ্টিকে
পার করে দাও, পথের বিপদ।
পৌঁছে যায় গন্তব্যস্থানে
বিপদ যদি আসে ধেয়ে
রক্ষা করবে কে মোরে
জানতে পারলাম মনের ভেতর,
পার হবো যে পথটি আমি।
চলতে থাকলাম অবশেষে
পেয়ে গেলাম বাড়ি
কোন কিছু আসতে বাধা
দিয়েছে সৃষ্টিকর্তা।
বুঝতে পারলাম আমি কেউ নয়
আমার একজন মালিক আছে
তার নাম সৃষ্টি
তিনি করেন সকল কাজ
আমরা কিসের কি।।
রচনাকাল: ১৭-০১-২০২১
সময়: বিকেল ৫:১০ টায়
দিনাজপুর