পথে কাঁটা বড় বিপদ
ফুটে কাঁটা কোন পথিকের
কাঁটার জ্বালা সইতে হবে
পাবে বহু কষ্ট।

কষ্টে দিন যাবে
হাসবে মুখে কবে
সরিয়ে ফেলো পথের কাঁটা
কোন পথিকের হানবে
পায়ে কাঁটা...!!
নইলে আরো কত..?
পথিক হবে ঘায়েল।

কে রাখবে কার খোঁজ?
যার ফুটেছে কাঁটা
মুখটা বুজে ফিরছে বাড়ি
কাতরাচ্ছে শুয়ে শুয়ে।

সমাজ কাঁটা আরো কঠিন
লেগেই থাকে পিছে
এই সমাজটা উন্নত করো
নইলে ডুববে সমাজ।

ডুবে গেলে হবে অন্ধ
করার কিছু নাই
সমাজ সংস্কার বড় প্রয়োজন
নইলে সৎ ব্যক্তিরা খাবে হাবুডুবু।।

তারিখ: ০৫-০২-২০২২
সময়: দুপুর ০৩:১৯ টায়
দিনাজপুর