মনের ভিতর আঁকাবাঁকা
চলছে পথ কেমন করে
বাঁকা পথে চলতে গিয়ে
কোন পথে যাই দিশা নাই।
সফল হয় না কোন কাজ
জীবনটা হয় মাটি মাটি
তাই বলে যায় স্থির করো।
সবই হবে সোজা
বাঁকা পথে চলিও না
হবে সবই বাঁকা ।।
তারিখ:০৫-০১-২০২৩
সময়: দুপুর ১১:৪৫টায়
দিনাজপুর।