চলে গেছে পরপারে
উপায় কি এখন তবে
টেনে আনার রাস্তা নাই
তাই থেকে যায় জীবন ভর।
মেয়াদ শেষে নিয়ে যায়
মানুষের কোন সাধ্য নাই
না পারে মুনি ঋষি
না পারে ধার্মিক ব্যাক্তি ।
কেউ দেখিনি পরপার
ভাবো বসে অনেকবার।।
তারিখ:২৭-০৮-২০২২
সময়: দুপুর ০৩:০০টায়
দিনাজপুর।