কার পরিচর্যা কে করে
নিজে নিজে ব্যস্ত
আতুর ঘরে মা জননী
কে বা রাখে খোঁজ।

গোয়াল ঘরে গরু ডাকে
হাম্বা হাম্বা রবে...!!
কে দিবে খড়কুটা
কে আসবে এগিয়ে।

পাখির ছানার কিচিরমিচির
গাছের ডালে ডালে..!!
রোগী আছে শয্যায় শুয়ে
ডুককুর দেয় ক্ষণে ক্ষণে।

কে দিবে সেবা একটু
কাঁধে করে নিবে
ক্ষুধায় জ্বলছে পেটটা
অন্ন পাবে কোথায়..?

নিজের সেবা করে সবাই
কোথায় কে আছে..?
অর্থ দিয়ে বানিয়ে পাহাড়
দিবে একটু কাউকে।।

তারিখ:০৩-০৫-২০২২
সময়:সকাল ১০:০০ টায়
দিনাজপুর।