বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের
১৬০ তম জন্মদিন
২৫ শে বৈশাখ কলকাতা জোড়াসাঁকো
ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন।
পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর
মাতা সারদা দেবীর চতুর্দশ সন্তান
বিশ্বকবি সাহিত্য জগতে
বিশেষ অবদান রেখেছেন ।
১৯১৩ সালে নোবেল পুরস্কার পেয়েছেন
গীতাঞ্জলি বই লিখে..!!
পঁচিশে বৈশাখ কবির ১৬০তম
জন্ম জয়ন্তীতে বিশ্বের সবাই
কবির বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে।
কবিকে স্মরণ করবে
কবি রচিত গান শোনাবে
হে নতুন দেখা দিক আর বার
জন্মেরও শুভক্ষণ।