পিঠার মাস পৌষ মাস
চলে এলো হেমন্তকে ধাক্কা দিয়ে
খুব মজা এই পিঠা মাসে
নতুন ধান নতুন শীতের।
খেজুর রসের পাটালি গুড় দিয়ে
বিভিন্ন স্বাদের পিঠা বাঙালিকে
মুগ্ধ করে দেয়..!!
তৈরি করে ঘরে ঘরে।
পাড়া-মহল্লা হাট বাজারে
রাস্তার ধারে ধুম পড়ে যায়
এটা বাঙালির ঐতিহ্যবাহী
পৌষের কনকনে শীতে;
জবুথবু করে দিন কাটাতে হয়।
তাই বাঙালি শীতের দিনটা
গরম পোশাক পড়ে
পিঠা খেয়ে অনেক আমেজ নিয়ে
শীতটা পার করে দেয়।
পিঠার দোকানে অনেক
শ্রেণী-পেশার মানুষের সমাগম ঘটে
বিভিন্ন আলাপ আলোচনা
করতে দেখা যায়।।
তারিখ:১৯-১২-২০২১
সময়: রাত্রি ০৮:০০ টায়
দিনাজপুর