ফিরতে চাই জীবজগতে
আবার আসতে মন চেয়েছে
অন্ধকারে পরজগতে থাকতে
ইচ্ছা আর করে না।
একা একা কেমনে থাকি
বদ্ধ ঘরে আমি,
কেউ আসেনা আমার কাছে;
জানতে চাইবো তাদের কাছে।
কেমনে ফিরে জীবজগতে
ওদের কাছে জেনে নিবো,
যদি বলতে পারে;
ফিরে আসবো জীবজগতে
আর যাবো না পরজগতে।।
রচনাকাল: ১৫-১২-২০২০
সময়: দুপুর ১২:০০ টায়
দিনাজপুর।