হেঁটে হেঁটে কত দিন
যানবাহনে একই দিন
হাঁটতে গেলে সময় লাগে
যান্ত্রিক যন্ত্রে কম লাগে।
পায়ে হাঁটা অনেক ভালো
সতেজ থাকে জীবনটা
অভ্যাসটা পাল্টাতে হবে
দেখতে দেখতে বদলাবে।
চলছে যে আজ সমাজে
সেটাই আজ আয়ত্তে..!
পুরনো ফেলিয়া
নতুনেরে ডাকিয়া।।
তারিখ:১২-০৩-২০২২
সময়: দুপুর ১১:২০টায়
দিনাজপুর।