একটু কিছু খাবার দিবে
করেছি ভোজের আয়োজন
দিচ্ছে পাতে ঢেলে ঢেলে
খাচ্ছে সবাই মুখটি দিয়ে।
ফুরিয়ে যাচ্ছে পাতের খাবার
আনছে আবার দৌড় দিয়ে
দিচ্ছে আবার থরে থরে,
খাচ্ছে পাতে হাপুস হুপুস।
ফুরিয়ে গেলো পেটটা ভরলো
খাওয়াটার সমাপ্তি ঘটলো।।
সময়: সকাল ০৯:০০ টায়
তারিখ: ২৮-০৮-২০২২
দিনাজপুর