পাড় করে দাও মাঝির ছেলে
পাড়ে নিবে কত টাকা
মাঝির পাড়ের দাম নাই
যে যা পারে তাই নেই।
দর করলে পাড় হবে না
সারাদিন কাটবে উপোস করে
তাই করি না দরের টানাটানি
মাঝির জীবন এমনিভাবে
কাটে সারাবেলা।

তারিখ:০৭-০১-২০২৩
সময়: রাত্রি ০১:০০ টায়
দিনাজপুর ‌