পাপ খন্ডন করে যাও
এই দুনিয়াতে..!!
আর হবেনা আসা
থাকবে সারা জীবন।
পাপের জন্য সাজা পেতে হবে
থাকবে কেমন করে...!!
ভেবেও তখন কুল নাই
কাউকে কখনো ডেকে পাবে না।
তোমরা বাঁচাও মোরে
তাই করে যাও পাপ খন্ডন
এই কথাটি মনে রেখো।।
তারিখ:১২-০১-২২
সময়: দুপুর ০১:০০ টায়
দিনাজপুর