মজা ভাত,
জলে ভেজানো ভাত
খেতে বড় মজা লাগে
ঝাল মরিচে খেলে।

গরম ভাতে জল ঢালিলে
পান্তা বলে তারে
সারা রাতে মজে থাকে
বেলা বাড়লে খাই।

বাড়ির মানুষ শ্রমিক মানুষ
সবাই খায় পেটটা ভরে
পান্তা খেলে খাটতে পারে
সারাটা দিন ধরে।

দিনে দিনে পান্তাভাত
কোথায় গেছে চলে
আর খাইনা পান্তাভাত
যুগটা গেছে উল্টে।

এখন খাই ডিম পরোটা
রুটি সবজি তরকারি
কত নিয়ম বদলে যায়
কত নিয়ম আসে ।

ভেজা ভাতে সর্দি-কাশি
আর খায় না ভয়ে।।

তারিখ:০৯-০৬-২০২২
সময়: রাত্রি ১০:০০ টায়
দিনাজপুর।