কোন কিছুতেই মহামারী
ঠেকানো যাচ্ছেনা
পালা‌পালা জীবন নিয়ে নিচ্ছে
মানব জীবনটা ধ্বংস করতে এসেছে
এই প্রাণঘাতী মহামারী।

মুহূর্তেই কেবল জীবন নাশ হয়ে যাচ্ছে
ঠাঁই নাই হাসপাতালে..!!
এই মহামারীর পিছনে
পৃথিবীর ও মানুষের কি অপরাধ.?

পৃথিবী সব সময় ভালো থাকে
মহামারী যেন পৃথিবীকে ঠেলে দিয়ে
নিজের জায়গা করে নিয়েছে
এখন চলছে মহামারীর রাজত্ব।

যুগে যুগে যেমন কত রাজা-বাদশা
পৃথিবী শাসন করে চলে গেছে
তেমনি এখন করোনার যুগ চলছে
কলিকে বাদ দিয়ে করোনা
এখন ঢেউ উপরে।।

রচনাকাল:০৪-০৪-২০২১
সময়: দুপুর ১২:৩০ টায়
দিনাজপুর।