রসালো সুমিষ্টি লাল টুকটুকে
লিচু একটি অতিথি ফল
গাছে ফল আসা ফল পাকা
শুরুর অল্প দিনেই
শেষ হয়ে যায়।

পাকার পর ও
বেশি দিন থাকে না
তাই এটি অতিথি ও
সোহাগী ফল বলা হয়।

বেশি দিন থাকলে
অনেক তৃপ্তি পেতো
শেষ হবে মনে করে
বাঙালি নাকে মুখে খায়।

যেন মন ভরে
এবারের জন্য খেয়ে
মনকে বোঝাতে পারি
অনেক খেয়েছি,
তাহা শেষ হলেও
মনে পড়বে না।।

রচনা কাল: ০৫-০৫-২০২১
সময়: দুপুর ১২:০০ টায়
দিনাজপুর