শক্তিধর অসুর
মা দুর্গার সাথে
পিছু ধরেছে
থাকবে কয়দিন দেবীর সাথে।
চলবে লড়াই দুজনে
যেমন করে হোক না কেন.?
পরাজিত অসুর হবে
তীর মেরেছে বুকে
সিংহ মামা কামড় দিচ্ছে।
রক্ত ঝরে দেহ হতে
নাগ আছে গলা পেঁচিয়ে
দশ হাতের অস্ত্রতে
অসুর হলো পরাজিত।
মায়ের সাথে কে পারে
অন্যরা কেন লাগতে আসে
অসুরকে বধ করতে
ধরায় আসে মা দূর্গা।
তারিখ:৩০-০৯-২০২২
সময়: রাত্রি ০২:৩০ টায়
দিনাজপুর