কোকিল আসবে বসন্তকালে
শুধুই অপেক্ষার প্রহর
ফাগুন আসবে..!
শুনবে কোকিল কন্ঠে
সুমধুর গান।
হিমেল হাওয়া
গাছে গাছে ডাকবে
ভোর দুপুরে কুহু কুহু সুরে গান
মনটা জুড়াবে।
ভাববে পাখির কন্ঠ এত মিষ্টি
কোকিলের কন্ঠ ভরা
সুমধুর সুর দিয়েছে সৃষ্টি
তাই পাখি গান গেয়ে যায়
শেষ হয় না কোনদিন,
আসে ফাগুনে ফাগুনে।।
রচনা কাল:০৮-০১-২০২১
সময়:সকাল ৮:৪০ টায়