কথাটা অনেকদিনের
যখন ছিলাম শিশু
মানুষ আমি বুড়া হয়েছি
কথা আছে আজও।
কথা কখনো বুড়া হয় না
কোমর যায়না হেলে
দাঁত পড়ে না চুল পাকে না
কথা থাকে কাঁচা?
কথার রেকর্ড একই থাকে
সুরটা আগের মতো
রেকর্ড যখন বাজাতে থাকে
সুর পড়ে যায় মনে
পুরনো কথা নতুন কথা
একই সুরে বাঁধা।।
তারিখ: ১৯-০৫-২০২২
সময়: দুপুর ০৩:৫০ টায়
দিনাজপুর