রংপুরের হাড়িভাঙ্গা আম বাজারে
এসে গেছে বিখ্যাত রসালো মিষ্টি ফল
সকল স্থানে পাওয়া যাবে
সবার জন্য একটা আশীর্বাদ
পাবে সবাই বছর পর।
ঋতুভিত্তিক আম
আম চাষিরা অকাতর
পরিশ্রম করে অনেক ফলনশীল
ফল উৎপাদন করছেন,
যা সবার খোরাক যোগাতে
কমতি হবে না ।
সবার জন্য বরাদ্দ থাকবে
এই সুমিষ্টি ফল
যাদের অর্থ আছে তারা কিনতে
হিমশিম হবে না।
সাধারণের জন্য একটু কষ্ট
তবুও অল্প হলেও কিনে
মনের তৃপ্তি মেটাবে
এই সুমিষ্টি আমকে।।