একুশ মানে বাংলা ভাষার আন্দোলন
একুশ মানে শহীদ ছেলের কান্না
একুশ মানে মায়ের কান্না,
একুশ মানে বাবার কান্না
একুশ মানে ভাইয়ের কান্না,
একুশ মানে বোনের কান্না
একুশ মানে দেশের কান্না
একুশ বাংলা ভাষার কান্না
একুশ বলে আমার ভাষার
ভাইকে ফিরিয়ে দাও।।
রচনাকাল:২০-০২-২০২০
সময়: রাত্রি ০৮:০০টায়