অলস না হয়ে
দৌড়ায় এসে
যদি করো ভালো কাজ
ঘরে বসে যদি থাকো।
পাবে কি ভালো ফল
হাঁটি হাঁটি করো
একটু দিয়ে যাও
পাবে তুমি রাশি রাশি।
রাখবে কোথায় চিন্তা করো
রাখবে তোমার অন্তর মাঝে
শান্তি পাবে অনায়াসে
মন শান্তি সব শান্তি।
অন্য শান্তিতে কি আছে?
জ্বলছে আত্মা অনলে
সেটা কি আর ভালো কিছু
শান্তি চাও বারবার।
মিলবে শান্তি অনেকবার
একধ্যান এক মন এক চিন্তা
সব হবে এক এক
দুই মন দুই কথা
কাজে আসেনা;
যে করেছে এক ধ্যান
সে পেয়েছে অনেক মান।।
তারিখ: ১৫-০৯-২০২১
সময়: দুপুর ১:৩৫ টায়