অক্ষর আনে কে..?
বুঝেছে অনেক সে
অক্ষর দিয়ে জমা করে
কথার শব্দগুলি।
মুখের ভাষা হাওয়ায় উড়ে
কোথায় চলে যায়
বলতে থাকবে যখন মুখে
লিখতে থাকবে হাতে।
কোটি বছর পার হবে
জানবে কি আছে লেখা
যে করেছে অক্ষর আবিষ্কার
সে যে কত জ্ঞানী।
এমন জ্ঞানীকে সম্মান দাও
থাকো তুমি জগৎ জুড়ে
তোমার মৃত্যু হয়নি কোনকালে
বেঁচে আছো সবার চোখের মনিতে।
তোমার গড়া অক্ষর দিয়ে
চলছে দুনিয়া...!!
করছে সবাই লেখাপড়া
হিসাব নিকাশ আরো কতকিছু।।
তারিখ:১৩-০৫-২০২২
সময়: সন্ধ্যা:০৭:০০ টায়
দিনাজপুর