ওই গ্রামেতে ছিলাম আমি
মানুষ হইলাম বড় হলাম
শিক্ষা নিলাম চলে এলাম
সুদূর দেশে কর্মস্থলে।
আর যাওয়া হয় না
আমারই গ্রামের কোলে
মনে পড়ে অনেক শৈশবেরও স্মৃতি
জড়িয়ে আছে পল্লী বাড়ির
কোনে কোণে পথে ঘাটে
মাঠ প্রান্তরে।
আর কি যাওয়া হবে আমার
শৈশবের ওই গ্রামে
ভুলেই গেছি ভুলেই যাবো
ওই গ্রামের ওই কথা।
হারিয়ে গেছে পিতা-মাতা
হারিয়ে গেছে খেলার সাথী
বাল্যবন্ধু পড়ার সাথী
আমি এখন একা।
কবে আমার ডাক আসবে
যেতে হবে কোথায়?
হারিয়ে যাবে শেষ হবে
সকল স্মৃতির কথা।
কে আমায় মনে করবে?
আগের সবাই চলে গেছে
মনে করার কি আছে?
এমনিভাবেই পৃথিবীটা দাঁড়িয়ে
সাক্ষী দিচ্ছে যুগ যুগ ধরে
থাকতো না যদি পৃথিবীটা
সাক্ষী দিত কে.?
তারিখ: ১১-১২-২০২২
সময়: বিকাল ০৪:০০ টায়
দিনাজপুর।