পাশে আছে অগ্নি
ভয়ে মরি আমি
অগ্নি যদি ধরে এসে
কারো জীবনের রক্ষা নাই।

অগ্নি দেবতা কঠিন দেবতা
করো তারে নমস্কার
ভালো রাখো পৃথিবী
ভালো রাখো সৃষ্টির জীব।

সাবধানে চলতে হবে
অগ্নি যেন নাহি আসে
অগ্নির বিচার কেউ করেনা
অগ্নি কারো ধার ধারে না ।

অগ্নির কাছে যে যাবে
জ্বলে পুড়ে মরবে শেষে।।

তারিখ: ১৯-০৮-২০২২
সময়: দুপুর ২:০০ টায়
দিনাজপুর।