আজ নতুন
কাল পুরাতন
নতুন কেবল একদিনের
তারপরেতে পুরাতন।

নতুন নিয়ে গর্ব করি
ফল আসে না ভালো
নতুন বাড়ি হয় পুরাতন
শেওড়া ধরে ফাটল ধরে ।

চুয়ে চুয়ে পড়তে থাকে জল
হলো নতুন বাড়ি
পুরাতনে ঘিরলো কলেবর
যা হয় তাই হয়ে যায়।

নতুন নিয়ে বায়না ধরে
জীবন কেন করো মাটি।।

তারিখ:২৩-০৪-২০২২
সময়: রাত্রি ০৩:৫০ টায়