রাস্তার গলির ধারে রুগ্ন অবস্থায়
একটি কিশোর শুয়ে শুয়ে কাতরাচ্ছে
অঙ্গের জীর্ণ বস্ত্র
পেটে আহার নাই,
দিনের পর দিন এই ভাবে
পড়ে আছে।
কবে কখন জীবনটা চলে যাবে
এই হতভাগ্য ছেলেটির
কেউ আছে কিনা?
কে বলতে পারে?
মাতৃ পিতৃ হীন কিনা।
কোন কথা বলার স্বর নাই কন্ঠে
শারীরিক সুস্থ না থাকার কারণে
মুহূর্তে এক দয়ালু ব্যক্তি
নজরে আসে।
ছেলেটিকে চিকিৎসার ব্যবস্থা করান
চিকিৎসা পেয়ে অনেকটা সুস্থের দিকে
হয়তো দিনে দিনে,
আবার নতুন জীবনে ফিরে আসবে।।