নতুন বছর এলো রে
কত খুশি জগৎবাসী
নতুন নিয়ে খেলবে খেলা
দিন কাটাবে সারাবেলা।

নতুন আসে জমকালো হয়ে
নতুন আসবে বলে ছিলো সবাই
অন্তরে অনেক আশা নিয়ে,
নতুন এলে করবো মজা‌।

খাবো মোরা দুই হাত দিয়ে
এই আনন্দে বছর কেটে যাবে
বৈশাখ নিয়ে অনেক মাতামাতি
বৈশাখ আসে বছর পরে।

চেয়ে থাকে বৈশাখীর প্রাণে
সারাজীবন বৈশাখ দেখা
বড় ভাগ্যের কাজ।।

রচনা কাল:১৪-০৩-২০২১
সময়: বিকাল ৫:৪৫ টায়
দিনাজপুর