মায়ের হাতের নরম ভাত
খেতে অনেক সহজ
অন্যের হাতে শক্ত ভাত
খেতে অতি কঠিন।

মা আপন তাই অনেক সহজ
অন্যজন দয়া হীন...!!
ভালোবাসার নাই কোন লেশ
শক্ত কঠিন যায় আসে না।

মরে কি বাচুক
নিজের লক্ষ্য নিজেই করে
চলতে হয় এই দুনিয়াই
অন্যের ভাত খেতে না হয়
নিজের চেষ্টায় থাকো চিরদিন।।

তারিখ:১৫-০৪-২০২৩
সময়: দুপুর ১২:০০ টায়