নদী করে বালু
জমি করে আলু
মাটি থেকে বালু
নদীর কি জাদু।

নদীর অনেক ক্ষমতা
খুশিমতো করে যায়
জল থাকলে পারে সব
জল‌ নাই হয়েছে কাবু
নামটি হয় নদীর।।

তারিখ: ২৮-০৩-২০২২
সময়: বেলা ২:০০ টায়
দিনাজপুর