কি নিবে সাথে?
কোথায় নেবে?
নিয়ো তোমার সম্পদ সাথে
তোমার ইটের তৈরি বাড়ি ঘর
ভাবমূর্তি দেখলে মনে হয়
ইটের তৈরি বাড়িটা,
মরণের সাথে নিয়ে যাবে।
মরন পৃথিবীতে হয়
মরন হলে আর তাঁর
কোনো অনুভূতি থাকে না
অসার দেহ নিয়ে পড়ে থাকে।
দেহ পচঁতে গলতে শুরু করে
তখন মাটিকে অনুরোধ করে
দেহটা মাটির নিচে যেতে চায়
সুবিশাল ইমারত খুলে নিয়ে
মাটির নিচে ঢুকাতে পারবেনা।।
রচনা কাল:১০-০৮-২০২১
সময়: বিকেল ৪:০০ টায়