আলো নিভলে অন্ধকার
আবার আলো জ্বলবে কখন
সৃষ্টি যখন জ্বালাবে
উঠবে তখন জ্বলে।
আলো ছাড়া অন্ধকারে
কেমনে কাটবে জীবনটা
অন্ধকারে শ্বাসরুদ্ধ
হাপায় উঠে জীবনটা।
আলো যাতে না নিভে
দৃষ্টি দাও অনেক
আলো দেয় দিক নির্দেশনা
চলছে পথিক হেঁটে হেঁটে
পাড়ি দিচ্ছে কত অজানা রাজ্য
পথটা ভুলে কোথাও
যদি হারিয়ে যায়
দিবে আলো পথ দেখায়ে।
তারিখ: ২১-০৯-২০২২
সময়: রাত্রি ১০:০০ টায়
দিনাজপুর