চলার পথে একাই চলো
হবে তোমার অনেক ভালো
নিজ বুদ্ধিতে চলবে পথ
বাধা দেওয়ার নাইকো কেউ
পড়বে তুমি মহা সংকটে।

ভ্রান্ত কথায় চলতে থাকলে
সুফল হয় না কোন কাজে
মনে মনে ভাবতে থাকো
কি করলে হবে ভালো।।

তারিখ:১৬-০৫-২০২২
সময়: সন্ধ্যা ০৭:০০ টায়
দিনাজপুর।