বাঁচতে হলে নিজেই নিজেকে
শাসন করতে হবে
যেখানে ভয় আছে
সেখানে যেতে মানা
যেখানে বাঘ আছে
সেখানে যেতে মানা
যেখানে নদীর উত্তাল ঢেউ আছে
সেখানে নিজেকে যেতে মানা
যেখানে মেঘের ডাক আছে
ঘরের বাহির হতে মানা
যেখানে লাঠি‌ নিয়ে
আসছে‌‌ তেড়ে আছে
সেখানে নিজেকে আত্মগোপন করা
নিজে নিজেকে শাসনে রাখতে হবে
নইলে বিপদ ঘটবে।।

রচনা কাল: ১৪-১১-২০২০
সময়: দুপুর ১২:২০ টায়
দিনাজপুর।