যে নেমেছে রণে
সে কি থামবে কমে
মনে আছে ক্রোধ
ঘটাবে অপ্রীতিকর।
রাগান্বিত ব্যক্তিকে থামাতে
না পারলে করেই ছাড়বে
ইহাতে প্রাণ নাশ ও হতে পারে
অন্য কিছুর ক্ষতি হতে পারে।
যুদ্ধে নামে জয় করতে
ক্ষতি সাধন করে
নিজের অস্তিত্ব বজায় রাখে।।
তারিখ:১০-১১-২০২২
সময়: দুপুর ৩:৪০ টায়
দিনাজপুর।