উড়তে থাকে পাখিটি
ধরবে তারে কে..?
যে হলো নিষ্ঠুর মনের
সে আছে চেয়ে চেয়ে।

পড়বে চোখে যখন তারে
ধরবে তারে গলা চিপে
কিচিরমিচির শব্দ করে
প্রানটা যাবে এক নিমিষে।

আকাশে থাকলে স্বাধীন
নিচে থাকলে পরাধীন
পাখির নাই অভিভাবক
তাই ধরে খাই গফর গফর।।

১৪-০৬-২০২২
রাত্রি ০৮:১০ টায়
দিনাজপুর।