খোলা বাতাস
যে বাতাস বয়ে চলে
কোথাও বাঁধা নেই
চলো সাগর পারে।
পাবে মুক্ত বাতাস
জুড়াবে প্রাণ..!!
আহার করলে পেট ভরে
বাতাস খেলেও পেট ভরে।
মুক্তবাতাস জীবনকে সুস্থ রাখে
আয়ু বৃদ্ধি অঙ্গপ্রত্যঙ্গকে ভালো রাখে
সবসময় চাও মুক্ত বাতাস
অবসরে খোঁজো।
কোথায় পাবে..?
একমুঠো মুক্ত বাতাস
সুগন্ধির মত অঙ্গে মাখো
একমুঠো মুক্ত বাতাস।।
তারিখ:১৬-০১-২০২২
সময়: রাত্রি ০৩:০০ টায়
দিনাজপুর।